
জরুরী খাদ্যসেবা যাদের জন্য ও সেবাদান প্রক্রিয়া।
****************************
১। পটুয়াখালী পৌরসভার স্থায়ী বাসিন্দা,ইতিমধ্যে ভিজিডি,বিশেষ ও.এম.এস বা বাংলাদেশ সরকারের খাদ্যবান্ধব অন্যকোন কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা পাননি অথবা মধ্যবিত্ত পরিবারের নাগরিক-যারা লজ্জার ভয়ে কোথাও সাহায্যের জন্য হাত বাড়াতে পারছেন না কেবলমাত্র সেই সমস্ত পৌর নাগরিকবৃন্দই এই জরুরী খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ঘরে বসে খাদ্য সহায়তা সেবা পাবেন।
২। হটলাইন নাম্বারে প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে বেলা ২.০০টা পর্যন্ত খাদ্য সমস্যায় অসহায় পৌর নাগরিকদের ফোনকল রিসিভ করা হবে।
৩। গৃহীত ফোনকলের তালিকা প্রতিদিন বিকেল ৪.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত মাঠ পর্যায়ে যাচাই করে প্রতিদিনের জন্য নির্দিষ্ট সংখ্যক পরিবারসমূহকে চূড়ান্তভাবে মনোনীত করা হবে।
৪। পরদিন সকাল ৮.০০ টা থেকে বেলা ১২ টার মধ্যে খাদ্য সহায়তা কার্যক্রমে জড়িত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাছাইকৃত পরিবারসমূহকে খাদ্য সহায়তা সেবা প্রদান করা হবে।
৫। খাদ্য সহযোগিতা চাওয়া ব্যক্তি নিজে উপরোক্ত হটলাইন নাম্বারে ফোন দিয়ে ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন। সেবা চাওয়া ব্যক্তির পক্ষে অন্যকোন ব্যক্তির ফোনকল গ্রহণ করা হবে না।
৬। আগামীকাল ০৬ এপ্রিল ২০২০, সোমবার সকাল ৯.০০ টা থেকে নির্ধারিত সময় পর্যন্ত হটলাইনে ফোনকল রিসিভ করে কার্যপ্রক্রিয়া সম্পন্ন করে পরদিন ০৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার সকাল ৮.০০ টা থেকে নির্ধারিত সময়ের মধ্যে জরুরী খাদ্য সহায়তা সেবা প্রদানের মাধ্যমে হটলাইন নাম্বারের কার্যক্রম শুরু করা হবে।
————————————————-
জনবান্ধব এই কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন ও পরিচালনা করার জন্য সম্মানিত পৌর নাগরিকদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।
জরুরী খাদ্য সহায়তা পেতে
পটুয়াখালী পৌরসভা’র হটলাইন নাম্বারে কল করুন।
ঘরে থাকুন,সুস্থ থাকুন।
——————————————–
মহিউদ্দিন আহমেদ
মেয়র
পটুয়াখালী পৌরসভা।