পটুয়াখালী পৌরসভার ভিশন ও মিশন
পটুয়াখালী পৌরসভা এর রূপকল্প (Vision) , অভিলক্ষ (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলি
রূপকল্প (Vision)
নগরবাসীর প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে একটি পরিবেশ বান্ধব, পরিচ্ছন্ন, সুস্থ্য, নিরাপদ ও দারিদ্রমুক্ত পরিকল্পিত নগরী গড়ে তোলা।
অভিলক্ষ্য (Mission)
পটুয়াখালী পৌরসভার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে পরিকল্পিত অবকাঠামো নির্মাণ, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ রক্ষা ও নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করণ, স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ এবং সিটি কর্পোরেশনের সকল পর্যায়ে সুশাসন নিশ্চিত করা।
কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives)
পটুয়াখালী পৌরসভার কৌশলগত উদ্দেশ্যসমূহ
নগর এলাকার অবকাঠামোগত উন্নয়ন
পরিকল্পিত নগর উন্নয়ন
নাগরিক সুবিধার উন্নয়ন
পরিচ্ছন্ন নগরী
দারিদ্র বিমোচন কার্যক্রম
স্বাস্থ্য সেবা
আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ
দক্ষতার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন
দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন
তথ্য অধিকার ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশ বাস্তবায়ন
কার্যপদ্ধতি ও সেবার মানোন্নয়ন
কর্ম পরিবেশ উন্নয়ন
আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন
কার্যাবলী (Functions)
নগর এলাকার রাস্তা, ড্রেন এবং ব্রিজ-কালভার্ট নির্মাণ, রক্ষণাবেক্ষণ ।
হাট-বাজার উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ।
জলাধার সংস্কার ও সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধন।
শহর অঞ্চলে স্যানিটেশন, জলাবদ্ধতা নিরসন ব্যবস্থার উন্নয়ন
পটুয়াখালী পৌরসভাের রাজস্ব বৃদ্ধি, অর্থায়ন, পরিবীক্ষণ ও মুল্যায়ন।
পটুয়াখালী পৌরসভার বিভিন্ন বিভাগ/শাখার ভিশন এবং মিশন
প্রশাসনিক বিভাগ
রূপকল্প (Vision)
সুশাসন ও দক্ষ জনবল তৈরীর মাধ্যমে একটি শক্তিশালী দক্ষ প্রশাসনিক ইউনিট গড়ে তোলা।
অভিলক্ষ্য (Mission)
প্রয়োজনীয় বিধিবিধান ও প্রবিধান প্রতিপালনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;
অত্যাধুনিক পদ্ধতিতে নথি ও রেকর্ড সংরক্ষনের ব্যবস্থাপনা নিশ্চিত করা;
প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা;
প্রশিক্ষণ ইউনিট তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;
কাইজেন বাস্তবায়নের মাধ্যমে সুশৃঙ্খল ও পরিস্কার পরিচ্ছন্ন অফিস ব্যবস্থাপনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
হিসাব বিভাগ
রূপকল্প (Vision)
দক্ষ জনবল তৈরীর মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে আর্থিক বিধিবিধান অনুসরন পূর্বক ডিজিটাল উপায়ে হিসাব ব্যবস্থা পরিচালনা করা।
অভিলক্ষ্য (Mission)
সনাতন পদ্ধতিতে রক্ষিত হিসাব সংক্রান্ত কার্যক্রমকে আধুনিকরনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;
আধুনিক পদ্ধতিতে নথিপত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কর্যকর পদক্ষেপ গ্রহণ করা;
সমস্ত আর্থিক লেনদেন ব্যংকিং করনে সু-ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।
সমাজকল্যাণ বিভাগ
রূপকল্প (Vision)
দারিদ্র ও বৈষম্যহীন সুসংগঠিত সমাজ গঠন করা, যারা পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ হবে।
অভিলক্ষ্য (Mission)
দক্ষ ও সচেতনতামূলক জনশক্তি তৈরিতে কার্যকর ভূমিকা;
প্রতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালন;
নারীর জন্য বিশেষায়তন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র;
বাঙ্গালী সাংস্কৃতিক চর্চার জন্য দল গঠন ও পরিচালন।
সম্পত্তি বিভাগ
রূপকল্প (Vision)
সহজ ও দ্রুততম সময়ে জনগণকে সকল সুবিধা প্রদানসহ দক্ষ জনবলের মাধ্যমে সম্পত্তি রক্ষা অর্জন ও আইন পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
অভিলক্ষ্য (Mission)
জনগণের অধিকার সুরক্ষা করা;
সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক পদ্ধতিতে সম্পত্তি রক্ষাসহ আইন পরিচালনা করা;
নির্দিষ্ট নীতিমালা অনুসরণ ও নির্দেশিকা প্রণয়ন করে সঠিক কার্যক্রম গ্রহণ করা;
দক্ষ জনবল নিয়োগ করে সম্পত্তি রক্ষা ও আইন পরিচালনা করা।
স্বাস্থ্য বিভাগ
রূপকল্প (Vision)
নগর বাসীর মান সম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে একটি আধুনিক দক্ষ ও কার্যকরী ইউনিট গড়ে তোলা।
অভিলক্ষ্য (Mission)
সরকারি, বেসরকারি সংস্থাসমূহের অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা;
দক্ষ জনবল তৈরীতে কার্যকর পদক্ষেপ;
যুগোপযোগী ও আধুনিক পদ্ধতি উপায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা;
প্রয়োজনীয় আইন, উপ-আইন, বিধিবিধান তৈরিতে কার্যকর ভূমিকা;
আধুনিক পদ্ধতিতে রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিতকরণ।
রাজস্ব বিভাগ
রূপকল্প (Vision)
সহজ ও দ্রুততম সময়ে জনগণকে সকল সুবিধা প্রদান করে স্বচ্ছতা ও জবাবদিহিতা সহ আধুনিক পদ্ধতিতে সর্বোচ্চ আদায় ও সেবা প্রদান নিশ্চিত করা।
অভিলক্ষ্য (Mission)
সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক পদ্ধতিতে এসেসর রাজস্ব আদায় নিশ্চিত করন;
অত্যাধুনিক পদ্ধতিতে আদায় কার্যক্রম গ্রহণ করা;
“রাজস্ব প্রদান করাই সভ্যতা” এ বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করা;
জনগনের অধিকার নিশ্চিত করার ব্যবস্থা করা;
সময়মত বিভিন্ন তথ্য জনগণের নিকট পৌছে দেয়া।
প্রকৌশল বিভাগ
রূপকল্প (Vision)
সিটি কর্পোরেশনের জন্য টেকসই ভৌত অবকাঠামো উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়ন।
অভিলক্ষ্য (Mission)
মাষ্টার প্ল্যান প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ;
পরিকল্পিত নগরায়ন নিশ্চিতকরণ;
নগরীর ভৌত অবকাঠামো উন্নয়ন যেমন-রাস্তা, ড্রেন,পার্ক,খেলার মাঠ,মার্কেট ইত্যাদি;
ইলেক্ট্রনিক পরিকল্পনা এবং নগর ডাটা ব্যাংক স্থাপন।
মাষ্টার প্ল্যান প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষন;
পরিকল্পিত নগরায়ন নিশ্চিতকরণ;
নগরীর ভৌত অবকাঠামো উন্নয়ন যেমন-রাস্তা,ড্রেন,পার্ক,খেলার মাঠ,মার্কেট, ইত্যাদি;
ইলেক্ট্রনিক পরিকল্পনা এবং নগর ডাটা ব্যাংক স্থাপন।