পটুয়াখালী পৌরসভার প্রশাসন বিভাগ

রাজস্ব বিভাগ একটি গুরুত্বপূর্ণ বিভাগ। প্রধান রাজস্ব কর্মকর্তা’র তত্ত্বাবধানে ১ জন রাজস্ব কর্মকর্তা, ১ জন প্রধান কর নির্ধারক সহ সর্বমোট ৩০ জন জনবলের মাধ্যমে রাজস্ব বিভাগের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। রাজস্ব বিভাগের আওতায় মোট চারটি শাখা রয়েছে।

১। কর আদায় শাখা
২। কর ধার্য শাখা
৩। লাইসেন্স শাখা
ক) বাণিজ্য উপ-শাখা
খ) উপ-যানবাহন শাখা
৪। বাজার শাখা

কর আদায় শাখার কার্যক্রম

১। আদায়কারীগণ কর দাতার বাড়ী বাড়ী গমন এবং হোল্ডিং ট্যাক্স ও মাসিক পানি চার্জ আদায়।
২। আদায়কারী ও আদায়কারীর সহকারীগণ কর্তৃক হোল্ডিং কর ও মাসিক পানি চার্জের বিল লিখন ও ট্যাক্স দাতাদের বাড়ী বাড়ী বিল পৌঁছে দেয়া।
৩। কর দাতাদের সুবিধার্থে কর আদায় শাখার অফিস কক্ষে দুই জন সহকারীর মাধ্যমে ট্যাক্স ও পানি চার্জ আদায় ও রশিদ প্রদান।
৪। শুনানী গ্রহণ দলিল পত্র যাচাই ও নির্ধারিত খারিজ ফি গ্রহণ সাপেক্ষে হোল্ডিং মালিকের নাম খারিজ করা।

কর ধার্য শাখার কার্যক্রম

১। ট্যাক্সেশন বিধি মোতাবেক প্রতি ৫ বছর পর পর পঞ্চবার্ষিক এসেসমেন্ট করা।
২। কোয়াটারলি এসেসমেন্ট করা।
৩। এসেসমেন্ট রিভিউ কার্যক্রম পরিচালনা করা।

লাইসেন্স ( বাণিজ্য উপশাখা )‍

১। ১-৯ নং ওয়ার্ডের লাইসেন্স কম্পিউটারের মাধ্যমে প্রদান করা হয়। ব্যবসা লাইসেন্স প্রদানের কম্পিউটারাইজড্‌    নেটওয়ার্কে প্রধান রাজস্ব কর্মকর্তা, ১ জন রাজস্ব কর্মকর্তা এবং ৩ জন জনবল সংশ্লিষ্ট রয়েছেন।

বাজার শাখা‍ ‍

১। পৌরসভার নিজস্ব দোকান মালিকদের নিকট হতে মাসিক ভাড়া আদায় করা।

বিশেষ নির্দেশনা

সেবার মানোন্নয়নে নগরবাসীর নিকট প্রত্যাশাঃ
১। কর নির্ধারণ শুমারীতে কার্যকর অংশগ্রহণ, যুক্তসংযত কর প্রাক্কলন এবং নিয়মিত পৌরকর ও পানি চার্জ পরিশোধ করণ।
২। সকল ক্ষেত্রে ব্যবসা লাইসেন্স সংগ্রহ করা এবং নিয়মিত হাল নাগাদ নবায়ন করা।

সেবা সরবরাহের সময়সীমাঃ

১। ওয়ান স্টপ সার্ভিসে ব্যবসা লাইসেন্সের আবেদন দাখিলের ৭ দিনের মধ্যে লাইসেন্স সরবরাহ।

যোগাযোগ

প্রাথমিক পর্যায়ে যোগাযোগঃ

রাজস্ব কর্মকর্তা, নগর ভবন, কক্ষ নম্বরঃ  ০০, লেভেল-০০,
টেলিফোন নম্বরঃ ০৪৪১-

চূড়ান্ত পর্যায়ে যোগাযোগঃ

প্রধান রাজস্ব কর্মকর্তা, নগর ভবন, কক্ষ নম্বরঃ ০০, লেভেল-০,
টেলিফোন নম্বরঃ ০৪৪১-

প্রশাসন বিভাগের সেবা-সাধারণ শাখা

ক্রঃ নং

সেবাসমূহ

 সেবা সরবরাহ/সেবা

প্রাপ্তির প্রক্রিয়া

সেবার মূল্য

 সময়সীমা

১.

আগন্তুকদের আগমণের উদ্দেশ্য ও কারণ লিপিবদ্ধকরণ

আগন্তুকদের সাথে কথোপকথনের মাধ্যমে

বিনামূল্যে

তাৎক্ষনিক

২.

জাতীয়তা সনদ

নির্ধারিত ফরমে মেয়র মহোদয় বরাবর আবেদন

বিনামূল্যে

তাৎক্ষনিক

৩.

উত্তরাধিকার সনদ

১০০/-

৭ দিন

৪.

আয়ের সনদ

১০০/-

২ দিন

৫.

অবিবাহিত সনদ

১০০/-

৭ দিন

৬.

চারিত্রিক সনদ

বিনামূল্যে

তাৎক্ষণিক

৭.

জাতীয় দিবস পালন

বার্ষিক কর্মসূচী অনুযায়ী

বিনামূল্যে

বছরের নির্ধারিত সময়ে

৮.

বার্ষিক অনুদান (সিবিও,দরিদ্র ছাত্র,ক্লাব শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান)

মেয়র মহোদয় বরাবর আবেদন

বিনামূল্যে

আবেদনের প্রেক্ষিতে

প্রশাসন বিভাগের পারিবারিক আদালতের সেবা

ক্রঃ নং

সেবাসমূহ

 সেবা সরবরাহ/সেবা

প্রাপ্তির প্রক্রিয়া

সেবার মূল্য

সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও কর্মকর্তা/কর্মচারী

১.

কোর্ট হতে আগত বিবিধ কেস, খারিজ হওয়া কেস পুনরায় চালু করা কেস নিস্পত্তি করা হয় সালিশি বোর্ডের মাধ্যমে। বোর্ড গঠিত হয় উভয় পক্ষের সম্মানিত সদস্য ও সালিশি আদালতের পক্ষের ১/২ জন সম্মানিত কাউন্সিলরের সমন্বয়ে।

১০০/-

৭দিন

মেয়র ও কাউন্সিলর, সালিসি আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও সহকারী

২.

পুরুষ কর্তৃক স্ত্রী তালাক (মেয়র মহোদয় নোটিশ মারফত উভয় পক্ষকে অবগত করে মিমাংশা করবেন)। কেসের নকল/অনুলিপি প্রদান।

১০০/-

৭দিন

প্রশাসন বিভাগের পৌর বাজার শাখা

ক্রঃ নং

সেবাসমূহ

 সেবা সরবরাহ/সেবা

প্রাপ্তির প্রক্রিয়া

সেবার মূল্য

সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

১.

 দোকান বরাদ্দ সংক্রান্ত কার্যক্রম বরাদ্দ কমিটির সভার সিদ্ধান্তের আলোকে

সেলামী ও মাসিক ভাড়ার ভিত্তিতে

৩ (তিন) বৎসর  (নবায়নযোগ্য)

সচিব ও বাজার পরিদর্শক,

আদায়কারী

২.

দোকান ভাড়া আদায় প্রতি মাসে ব্যাংকে জমা

মাসিক ভাড়া

মাসিক ভিত্তিতে

৩.

হাট-বাজার ইজারা দরপত্র আহবানের মাধ্যমে

ইজারা মূল্য প্রাপ্তির ভিত্তিতে

১বছর

সচিব ও প্রশাসনিক কর্মকর্তা

প্রশাসন বিভাগের এসেসমেন্ট,কর আদায় ও নিধারণ  শাখা

ক্রঃ নং

সেবাসমূহ

 সেবা সরবরাহ/ সেবা প্রাপ্তির প্রক্রিয়া

সেবার মূল্য

সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

১.

হোল্ডিং নম্বর প্রদান

মেয়র মহোদয় বরাবর আবেদন।

বিনামূল্যে

১০দিনের মধ্যে

কর নির্ধারক ও কর আদায়কারী

২.

হোল্ডিং নাম পরিবর্তন

প্রক্রিয়াধীন

৩.

হোল্ডিং কর পৃথকীকরণ

৪.

করআদায় সংক্রান্ত সকল তথ্য

পৌর  বিধি অনুযায়ী নির্ধারিত মূল্যে

তাৎক্ষণিক

প্রশাসন বিভাগের ট্রেড লাইসেন্স শাখা

ক্রঃ নং

সেবাসমূহ

 সেবা সরবরাহ/সেবা প্রাপ্তির প্রক্রিয়া

সেবার মূল্য

সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

১.

 ট্রেড লাইসেন্স  নির্ধারিত ফরমে মেয়র মহোদয় বরাবর আবেদন

আদর্শ   তফসিল   কর   মোতাবেক

১ দিন

লাইসেন্স পরিদর্শক ও সহকারী

২.

যানবাহন লাইসেন্স ,রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ীর লাইসেন্স প্রদান  ও নবায়ন

(মালিক  ও চালক)

৩৫/- – ৭০ /-

১ দিন

প্রকৌশল বিভাগ