পটুয়াখালী পৌরসভার মেয়র

জনাব   মহিউদ্দিন আহমেদ

ব্যক্তিগত পরিচয়

বর্তমান ও স্থায়ী ঠিকানা           : আজাদ ভবন, মুসলিমপাড়া, পটুয়াখালী-৮৬০০.
ফোন নং- ০৪৪১৬২৫৮৭

বর্তমান  ঠিকানা      : ৪/১, ব্লাক-ডি, ফ্লাট নং-৩বি, লালমাটিয়া, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭।
ফোন নং- ৯৮৮৮৫৬১

জাতীয় পরিচয় পত্র নং            :

জন্ম তারিখ                       : ০১/০১/১৯৭৬ ইং

ধর্ম                               :  ইসলাম (সুন্নী)

জাতীয়তা                         :  বাংলাদেশী

বৈবাহিক অবস্থা                   :  বিবাহিত

স্ত্রীর নাম                       :মারজিয়া আক্তার সুমা

সন্তান                            :  ৩ মেয়ে ,     (১) আয়শা আহমেদ

(২)নাফিসা আহমেদ

(৩)তাসমিম আহমেদ

শিক্ষা জীবন

পরীক্ষার নাম  বিদ্যালয়/বিশ্ববিদ্যালয় বছর
এস,এস,সি পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় 1983-1991
এইচ, এস, সি পটুয়াখালী সরকারী কলেজ 1991-1993
অনার্স (ম্যানেজমেন্ট) পটুয়াখালী সরকারী কলেজ 1993-1996
এম.কম (ম্যানেজমেন্ট) পটুয়াখালী সরকারী কলেজ 1996-1997

পেশা                                        : রাজনীতি , ব্যবসায়ী

রাজনৈতিক ও সামাজিক পরিচয়

  • সভাপতি, পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসষ্ট্রী
  • স্থায়ী সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
  • স্থায়ী সদস্য, পটুয়াখালী চক্ষু হসপিটাল
  • সদস্য , রোটারী ইন্টারন্যাশনাল।
  • বাংলাদেশ সরকার কর্তৃক ২০০৯ ও ২০১০ সালে শ্রেষ্ঠ করদাতা হিসাবে পুরষ্কার প্রাপ্ত।
  • সাধারন সম্পাদক, বাংলাদেশ সমাজ কল্যান পরিষদ, জেলা কমিটি।
  • সাধারন সম্পাদক, পটুয়াখালী সরকারী জুবীলী উচ্চ বিদ্যালয় কমিটি (১৯৯০-১৯৯০)।
  • সদস্য, পটুয়াখালী সরকারি কলেজ কমিটি (১৯৯৫-১৯৯৮)।
  • সদস্য, পটুয়াখলী শহর আওয়ামীলীগ (সদস্য নং- ২৭)।

এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত।

বিদেশ ভ্রমন

অস্ট্রলিয়া, ভুটান, কানাডা, কামবোডিয়া, চায়না, ফ্রান্স, জার্মান, হংকং, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইটালী, জাপান, মালয়শিয়া, মাচাও, মালদিপ, নেপাল, পর্তুগাল, দক্ষিন আফ্রিকা, ছুজারল্যান্ড, স্পেন, সিংঙ্গাপুর, শ্রীলংকা, তুর্কি, থাইল্যান্ড, ইউকে।

পারিবারিক পরিচয়

মাতা                                       : সাফিয়া বেগম

বাবা                                        : আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন

ভাই                                        :আবুল কালাম আজাদ,সোহেল আহমেদ,মোঃরাসেল ইকবাল, 

বোন                                        :রেহানা আক্তার, পারভিন আক্তার, রেজওয়ানা আক্তার  কাজল, ফারহানা আক্তার কমলা, ফারজানা আক্তার শিমলা।

মেয়র হিসেবে ভিশন ও মিশন ঃ-

১. ভিষন ২০৪১ কে সামনে রেখে পটুয়াখালী পৌরসভার সকল কর্মসুচীকে Digital করা।
২. মাদক মুক্ত যুব সমাজ বিনির্মান এবং যুব সমাজের জন্য কর্মসস্থানের ব্যবস্থা করা।
৩. পটুয়াখালী পৌরসভার জলাবদ্ধতা নিরসন।
৪.পৌরসভার সকল ওয়ার্ডের সকল নাগরিককে সুপেয় পানি সরবরাহ এমনকি পৌরসভা সংলগ্ন ইউনিয়ন গূলোতে সুপেয়
পানি সরবরাহ।
৫. সোলার সিস্টিমের মাধ্যমে মসজিদ মন্দির সহ সমগ্র শহরকে আলোকিত করা
৬. পৌরসভার আওতাভুক্ত সকল রাস্তা পাকা করন এবং সকল রাস্তার পাশে পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মান
(চলমান প্রক্রিয়া)।
৭. নিউ মার্কেট ও পুরান বাজার কাচা বাজার কে ফরমালিন মুক্ত বাজার করা।
৮. পৌরসভা কতৃক প্রদত্ত সেবা সমুহ নিরবিছিন্ন করার জন্য ২৪ ঘন্টার জন্য জরুরী সেবা কেন্দ্র চালু করা।
৯. পৌরসভার আয় বৃদ্ধির জন্য আরও নতুন মার্কেট স্থাপন।
১০. অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান সমুহের উন্নয়নের জন্য পৌরসভার নিজস্ব তত্ত্বাবধানে তা পরিচালনা করা।
১১. সমগ্র শহরকে সার্বক্ষনিক পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
১২. একান্ত প্রয়োজন না হলে জনগনের উপর নতুন কোন করের বা বিলের বোঝা চাপিয়ে না দেয়া।
১৩. পৌর সভার সকল সেবা ও তথ্য ব্যবস্থাকে জনগনের জন্য উম্মুক্ত করা।

সর্বোপরি একটি নিবিড়, সম্প্রসারিত, অংশগ্রহণ মূলক ও স্থায়িত্বশীল উন্নয়ন প্রক্রিয়া চালূ করা যেখানে পৌর নাগরিকদের মতামতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পটুয়াখালী পৌরসভাকে বাংলাদেশের একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করা হবে।