পটুয়াখালী পৌরসভার হিসাব শাখা
হিসাব বিভাগ পটুয়াখালী পৌরসভার হিসাব ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিরীক্ষা সম্পাদন করে থাকে। এছাড়া পটুয়াখালী পৌরসভার জন্য প্রতি অর্থ্ বছরের (জুলাই-জুন) জন্য বাজেট প্রণয়ন করে থাকে।প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হিসাব বিভাগের প্রধানের দায়িত্ব পালন করে থাকেন।
আপনার যেকোন তথ্য, সমস্যা ও পরামর্শের জন্য সরাসরি যোগাযোগ করুন।
জনাব মোঃ
প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা
পটুয়াখালী পৌরসভা
ফোনঃ +৮৮-০৪৪১
ই-মেইলঃ
হিসাব শাখার কার্যাবলীঃ
১. পটুয়াখালী পৌরসভার খসড়া বাজেট ও সংশোধিত বাজেট প্রণয়ন এবং বাজেট অনুমোদন প্রক্রিয়া সংশ্লিষ্ট কাজকর্ম;
২. পটুয়াখালী পৌরসভার নিরীক্ষা আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত সকল কাজ এবং ত্রিপক্ষীয় অডিট কমিটির সভা অনুষ্ঠান সংক্রান্ত কাজকর্ম;
৩. কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, অবসর সুবিধাদি ও অন্যান্য আর্থিক সুবিধা প্রদান সংক্রান্ত কাজ;
৪. পটুয়াখালী পৌরসভার ব্যাংক এ্যাকাউন্ট খোলা, ব্যাংক হিসাব সংরক্ষণ এবং ব্যাংকের সাথে লেনদেন ও যোগাযোগ রক্ষা করা;
৫. কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ঋণ ও অগ্রিম প্রদান বিষয়ক কাজ;
৬. উন্নয়ন তহবিলের আয়-ব্যয় ও হিসাব রক্ষণ কাজ;
৭. পটুয়াখালী পৌরসভার হিসাব নিরীক্ষার জন্য বিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ এবং নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব ও স্থিতিপত্র প্রণয়ন;
৮. পটুয়াখালী পৌরসভার অর্থ ও হিসাব সংক্রান্ত সকল প্রতিবেদন প্রস্তুত করা ও তা যথাস্থানে প্রেরণের ব্যবস্থা করা:
৯. ঐচ্ছিক তহবিল, কর্মচারী কল্যাণ তহবিল ও দুঃস্থ ক্রীড়াবিদ কল্যাণ তহবিল ব্যবস্থাপনা;
১০. কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্য যে কোন কাজ।
হিসাব শাখার এর কর্মকর্তা-কর্মচারীদের তথ্য
নাম | পদবী | কর্ম এলাকা | নিয়োগের ধরন | যোগাযোগের নাম্বার | |
---|---|---|---|---|---|
জনাব এস এম শাহীন | হিসাব রক্ষণ কর্মকর্তা | নগর ভবন | নিয়মিত | ০১৭২৭২৩৬৩০৭ | |
হিসাব শাখা কর্মচারীদের তথ্য |
||||
১. | জনাব মেহেদী হাসান | হিসাব সহকারী | 01712396293 | |
২. | জনাব মোঃ কামরম্নজ্জামান | কোষাধ্যক্ষ | 01712550455 | |
৩. | জনাব মোঃ খোকন জোমাদ্দার | এম এল এস এস | 01922594931 | |
৪. | জনাব মোঃ আঃ জলিল | এম এল এস এস | 01721902585 |