পটুয়াখালী পৌরসভার নগর পরিকল্পনা

নগর পরিকল্পনা একটি কারিগরী ও রাজনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে ভূমির ব্যবহার এবং নাগরিক পরিবেশের নকশা প্রণয়ন করা হয়। এই প্রক্রিয়ার মধ্যে বায়ু, পানি, নগরের অবকাঠামো, পরিবহণ ব্যবস্থা, পরিষেবা ব্যবস্থাপনা ইত্যাদি অন্তর্ভুক্ত। নগর পরিকল্পনার মাধ্যমে মানব বসতির সঠিক উন্নয়ন নিশ্চিত করা হয়। নগরের সম্পদ (যেমন পানি, বিদ্যুৎ) কীভাবে মানুষের কাছে পৌছে দেয়া হবে, অবকাঠামোগত বিন্যাস ও স্থানভেদে ভূমির সঠিক ব্যবহার নিশ্চিতিকরণ ইত্যাদি বিষয় নগর পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হয়। নগর সম্পর্কিত গবেষণা ও বিশ্লেষণ, কৌশলগত চিন্তা, স্থাপত্য, নগর নকশা, জনমত নিরীক্ষণ, নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন ও ব্যবস্থাপনা নগর পরিকল্পনার বৃহৎ ক্ষেত্রের অন্তর্গত।নগর পরিকল্পনার অন্যতম বিষয় নগরের কোন অংশবিশেষের নকশা প্রণয়ন করা। নগরের সার্বিক অবস্থা অনুসারে এবং বিভিন্ন বিষয়কে চিহ্নিত করে কোন নকশা প্রণয়ন করা হয়। নগরের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের উদ্দেশ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে নগর পরিকল্পনাবিদগণ কাজ করে থাকে।

কার্যক্রম :
১. ওয়ার্ড ভিত্তিক জিআইএস ম্যাপিং
২. মাল্টি স্টোরেড (6+ স্টোরেড) বিল্ডিং অনুমোদন
৩.অন স্ট্রিট কার পার্কিং ম্যানেজমেন্ট।
৪.রাস্তা নামকরণ এবং নাম প্লেট সেটআপ।
৫.জাতীয় প্রদর্শনীতে পটুয়াখালী পৌরসভার প্রতিনিধিত্ব
৬.সাইট ডেভেলপমেন্ট স্কীমটিতে সাইটগুলির উন্নয়নে বা বিল্ডিং বা প্ল্যানের স্থল / প্লাস্টারটি মাস্টার প্ল্যান দ্বারা আচ্ছাদিত কোন প্লট অন্তর্ভুক্ত।
৭.শহরের সৌন্দর্য বর্ধন।
৮.বার্ষিক রিপোর্ট প্রকাশ ।
৯.মাল্টি স্টোরেড (10 + স্টোরেড) বিল্ডিং ক্লিয়ারেন্স।
১০.সাইটগুলির উন্নয়নে এবং শহরের অভ্যন্তরে বিল্ডিংয়ের পুনর্নির্মাণ এবং পুনর্নির্মাণ সম্পর্কিত বিধিনিষেধ, বিধি ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
১১.বিল্ডিং নিয়ন্ত্রণ রেগুলেশন
১২.ঐতিহ্য ও ঝুঁকিপূর্ণ বিল্ডিং সনাক্তকরণ ও উন্নয়ন প্রকল্প।
১৩.সড়ক / অবকাঠামো পুনর্নির্মাণের বাস্তবায়ন।

যোগাযোগ

প্রাথমিক পর্যায়ে যোগাযোগঃ
ফারজানা ইয়াসমিন,
শহরপরিকল্পনাবিদ,
নগর ভবন, কক্ষ নম্বরঃ , লেভেল-,
টেলিফোন নম্বরঃ ০৪৪১-

নগর পরিকল্পনা শাখার এর কর্মকর্তা-কর্মচারীদের তথ্য

জনাব ফারজানা ইয়াসমিন শহর পরিকল্পনাবিদ নিয়মিত 01712647556