ঈদ উপলক্ষে বিশেষ ঘোষণা

শুধু বাঙালি মুসলমানদেরই নয় দেশের প্রধান উৎসব “ঈদুল ফিতর” সমাগত। আপমর পৌরবাসী যেন যথাযোগ্য পবিত্রতা, মর্যাদা ও আনন্দের সাথে এই উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য পটুয়াখালী পৌরসভা ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
১. ইতোমধ্যেই জেলা কেন্দ্রীয় ঈদগাহ্’র সম্প্রসারণ ও সংস্কার কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি।
২. সম্মানিত পৌরবাসী ও মেহমান যারা এই উৎসব উদযাপন করতে ঢাকা থেকে লঞ্চযোগে প্রিয় শহরে আসবেন তাদের নিরাপত্তার জন্য ইতোমধ্যে ১০ টি হাই কনফিগারেশনের সিসিটিভি বসানো হয়েছে লঞ্চঘাটে। আগত যাত্রীদের সহায়তা ও লঞ্চঘাট ব্যবস্থাপনায় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের উদ্যোগে রোভার স্কাউটসহ পর্যাপ্ত স্বেচ্ছাসেবী বিআইডব্লুটিএর কর্মীদের সাথে স্বেচ্ছাশ্রম দিবে।
৩. ঈদের ২ দিন আগে ও পরে সকল খেয়া ঘাট টোল ফ্রি করা হয়েছে।
৪. ঈদের দিন ঝাউতলা সড়ক ও সিঙ্গারা পয়েন্ট এলাকাকে ফ্রি ওয়াইফাই জোন করা হবে।
৫. ঈদ উপলক্ষ্যে পৌরসভা তার সীমিত সক্ষমতা দিয়ে শহরসজ্জার আয়োজন করেছে। শহরের কোন এলাকায় যদি সড়কবাতি অকার্যকর থাকে বা পরিচ্ছন্নযোগ্য ময়লা বর্জ্য থাকে তবে আপনার কমিশনারকে অবহিত করুন।
৬. আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের দিন বিকেলে কনসাটের আয়োজন করা হবে।
৭. ব্যক্তিগত প্রচারণার জন্য ঈদ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে কোন ব্যানার বা গেট না করার জন্য উৎসাহ জানানো হচ্ছে। কেউ দয়া করে কোন প্রকার শুভেচ্ছা বা প্রচারণায় আমার ছবি বা নাম ব্যবহার করবেন না। কেননা, নাম বা প্রচারণায় নয় আমি কাজে বিশ্বাসী। সকলকে আগাম ঈদ শুভেচ্ছা।

মেয়র, পটুয়াখালী পৌরসভা