পটুয়াখালী পৌরসভার পূর্ত শাখা

প্রকৌশল বিভাগ পটুয়াখালী পৌরসভা নগরীর অবকাঠামো উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়ন করে থাকে। প্রকৌশল বিভাগ নগরীর ক্রম বর্ধমান জনসংখ্যা ও সীমানা সমপ্রসারনের বিষয়টি লক্ষ্য রেখে রাস্তা-ঘাট, ড্রেন-কালভার্ট, বাজার, পাক ও কমিউনিটি সেন্টার প্রভৃতির অবকাঠামো নির্মাণ ও সংস্কার কার্যক্রমে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।পটুয়াখালী নগরীর মধ্যে সড়ক এবং ড্রেন নির্মাণ, পার্ক, খেলার মাঠ, জলাশয় রক্ষনাবেক্ষণসহ উন্নয়ন কাজ করে। রাস্তা, ফুটপাত, সারফেস ড্রেন,  ভাঙ্গা ম্যানহোল কভার ইত্যাদি বিষয়ে আবেদন/ অভিযোগ দাখিলের ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ঠ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী কর্তৃক ব্যবস্থা গ্রহন করা হয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ বিভাগের প্রদানের দায়িত্ব পালন করে থাকেন।

প্রকৌশল বিভাগের বিভিন্ন কাজের মধ্যে উল্লেখ্যযোগ্যঃ
সড়ক, ড্রেন, কালভার্ট, হাট-বাজার, সপিং কমপ্লেক্স, কবরখানা, শ্মশান, মিলনায়তন, কমিউনিটি সেন্টার, পার্ক, সড়কদ্বীপে ফোয়ারা, ভাস্কর্য প্রভৃতি নির্মাণ ও সংরক্ষন।

এ সমস্ত পূর্ত্ত কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে প্রকৌশল বিভাগ পিপিআর-৩ অনুসরন করে ঠিকাদারের মাধ্যমে প্রকল্পের কাজ সম্পন্ন করে থাকে। পূর্ত্ত বিভাগ থেকে কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার জন্য ঠিকাদারদের নির্দিষ্ট ফিস গ্রহণ পূর্বক লাইসেন্স প্রদান করা হয়। প্রকল্পের কার্য সমাপ্তির পর বিল প্রনয়ণ করে পরিশোধের জন্য তাৎক্ষনিক হিসাব শাখায় প্রেরণ করা হয়।

বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অধীনে কাউন্সিলরদের সুপারিশক্রমে অগ্রাধিকার ভিত্তিতে বার্ষিক কর্ম-পরিকল্পনার আওতায় অন্তর্ভুক্ত করে রাস্তা, ড্রেন, নির্মান-সংস্কার প্রভৃতি কার্যক্রম গ্রহন করা হয়ে থাকে। তবে এলাকার নাগরিকদের আবেদন সূত্রে (কাউন্সিলরদের সুপারিশ সহ) কখনো কখনো রাস্তা-ড্রেন-কালভার্ট উন্নয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়।
চলমান কাজে কোন অভিযোগ থাকলে তা অবিলম্বে আমলে এনে ব্যবস্থা গ্রহন করা হয়ে থাকে।

আপনার যেকোন তথ্য, সমস্যা ও পরামর্শের জন্য সরাসরি যোগাযোগ করুন।

জনাব মোঃ জসীম উদ্দিন আরজু
নির্বাহী প্রকৌশলী
পটুয়াখালী পৌরসভা
ফোনঃ +৮৮-০৪৪১-
ই-মেইলঃ

পটুয়াখালী পৌরসভা কর্তৃক প্রদত্ত সেবা নিম্নে বর্ণিত হলো।

পূর্ত শাখার কার্যাবলী :
– পটুয়াখালী পৌরসভার মাস্টার প্ল্যান প্রনয়ন ও বাস্তবায়নের জন মনিটরিং করা।
– মাস্টার প্ল্যানের সাথে সংগতি রেখে নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করা।
– পটুয়াখালী পৌরসভা এলাকার ভিতর সকল সরকারি – বেসরকারি স্থাপনা সমূহ এর অনুমোদনের জন্য উধ্ধর্তন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা।
– পটুয়াখালী পৌরসভা এলাকার ইমারত নির্মান বিষয়ে বই সংরক্ষন করা।
– পটুয়াখালী পৌরসভা এলাকার ইমারত নির্মান বিধিমালা ১৯৯৬ অনুসারে ইমারত নির্মান বিষয়ে সুপারিশ করা ও নিয়ম বর্হিভুত ইমারত নির্মানকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
–পটুয়াখালী পৌরসভা এলাকার সৌন্দর্যবধৃক কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা।

ক্রঃ নং

সেবাসমূহ

 সেবা সরবরাহ/ সেবা প্রাপ্তির প্রক্রিয়া

সেবার মূল্য

সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

১.

নক্সা (ইমারত) অনুমোদন হিসাব শাখা হতে ৫০০/- টাকা মূল্যের আবেদন ফরম সংগ্রহের মাধ্যমে পৌর  বিধি অনুযায়ী নির্ধারিত মূল্যে

৪৫ দিন

নির্বাহী প্রকৌশলী/ সহকারী প্রকৌশলী/ উপ সহকারী প্রকৌশলী (পূর্ত)/ নক্সাকার /সার্ভেয়ার

২.

অনাপত্তির সনদ মেয়র মহোদয় বরাবর আবেদন  পৌর  বিধি অনুযায়ী নির্ধারিত মূল্যে

৩০ দিন

৩.

রাস্তা কর্তনের অনুমতি (গ্যাস,পানির লাইন ইত্যাদি)

মেয়র মহোদয় বরাবর আবেদন কার্পেটিং-১৫০/-

সিসি-১৫০/-

আরসিসি-২০০/-

সিঙ্গেল সলিং-১০০/-

মাটির রাস্তা-৫০/-

১৫ দিন

৪.

ঠিকাদার তালিকাভুক্তি ও নবায়ন হিসাব শাখা হতে ৫০০/- টাকা মূল্যের আবেদন ফরম সংগ্রহের মাধ্যমে
শ্রেণী

তালিকা ভূক্তি

নবায়ন

বিশেষ

২০০০/-

২০০০/-

প্রথম

২০০০/-

২০০০/-

দ্বিতীয়

১৫০০/-

১৫০০/-

তিতৃীয়

১০০০/-

১০০০/-

বিধি অনুযায়ী

৫.

ভূমির সীমানা নির্ধারণ নির্ধারিত ফরমে মেয়র মহোদয় বরাবর আবেদন প্রথম দিন  ১৫০০/- টাকা

পরবর্তী প্রতি দিন  ১০০০/- টাকা হারে ।

১ মাস

সার্ভেয়ার

৬.

স্যানিটেশন প্রয়োজনীয়তার ভিত্তিতে

বিনামূল্যে

৭দিন থেকে ৬ মাস

সহকারী প্রকৌশলী /উপ- সহকারী প্রকৌশলী

 

 

পূর্ত শাখা এর কর্মকর্তা-কর্মচারীদের তথ্য

ক্রঃনং

নাম

পদবী

মোবাইল

ছবি

1
জনাব মোঃ জসীম উদ্দিন আরজু

নির্বাহী প্রকৌশলী

01715062723

পূর্ত শাখা

ক্রঃনং

নাম

পদবী

মোবাইল

ছবি

1
জনাব এইচ এম সোলায়মান

সহকারী প্রকৌশলী

01712919131
2
জনাব ফারজানা ইয়াসমীন

শহর পরিকল্পনাবিদ

01712647556
3
জনাব ভবানী শংকর সিংহ

সমাজ উন্নয়ন কর্মকর্তা

01717272202
4
জনাব উজ্জল কর্মকার

উপ সহকারী প্রকৌশলী

01918522588
5
জনাব

উপ সহকারী প্রকৌশলী


6
জনাব আয়শা আখতার শিলা

কমিউনিটিকর্মী

01728254619
7
জনাব জেসমিন আক্তার

কমিউনিটিকর্মী (বিল ক্লার্ক, পানি শাখা চঃ দাঃ)

01728153793
8
জনাব মোঃ ফারুক আহম্মেদ

উচ্চমান সহকারী

01714779215
9
জনাব মোঃ নুরুল ইসলাম

ষাট মুদ্রাক্ষরিক

01720085155
10
জনাব মোঃ ইউসুফ মৃধা

সার্ভেয়ার

01741773885
11
জনাব মোঃ ফজলুর রহমান

সার্ভেয়ার

01721437679
12
জনাব কাজী মোঃ শামীম

নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক

01759075295
13
জনাব মোঃ জহিরুল ইসলাম

কার্য্য সহকারী

01767478811
14
জনাব মোঃ ছানাউর রহমান

কার্য্য সহকারী

01793723935
15